বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের তৃতীয় ওয়ানডেতে জিতেছে বৃষ্টি। গত শনিবার রাতে প্রকৃতির কান্নায় পরিত্যক্ত হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পূরণ হলো না বাংলাদেশ ‘এ’ দলের।সিরিজটা






শেষ হয়েছে সমতায়। প্রথম ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের দল। নাঈম শেখের সেঞ্চুরিতে জয় তুলে নেয় টাইগাররা। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা থাকলো। এর আগে দুই দলের দুটি






চারদিনের ম্যাচও ড্র হয়েছিল। তাই দ্বিপাক্ষিক এই সিরিজে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের লড়াইয়ে দুই ফরম্যাটেই সমতা থাকলো।সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে উইন্ডিজরা ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান






তুলেছিল। ত্যাগনারায়ান চন্দরপল ৪৩, জশুয়া ডি সিলভা ২৩, টেডি বিশপ ৬০, গ্রেভস ৩৬, ইমলাক ১৪, স্প্রিঙ্গার ২৩ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের রেজাউর রহমান রাজা ৪টি, মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি, মুকিদুল-রাকিবুল ১টি করে উইকেট পান।






রান তাড়া করতে নেমে সফরকারীদের শুরুটা ভালো হয়নি। ৭ রানের মধ্যেই বিদায় নেন নাঈম শেখ ও সাইফ হাসান। দলীয় ৫৮ রানে অধিনায়ক মিঠুনও (২০) সাজঘরে ফিরেন। একপ্রান্ত আগলে সৌম্য করেছেন অপরাজিত ৩০ রান।
১৫.৪ ওভারে বাংলাদেশ ‘এ’ দল ৩ উইকেটে ৬১ রান তুলতেই নামে বৃষ্টি।পরে বৃষ্টি থামলেও মাঠ আর খেলার উপযোগী করা যায়নি নির্ধারিত সময়ের মধ্যে। তাই ম্যাচটাই পরিত্যক্ত ঘোষণা করা হয়। উইন্ডিজদের পক্ষে শেরমন লুইস ২টি, স্প্রিঙ্গার ১টি উইকেট পান।