




এবার শ্রেয়াস আইয়ার আইপিএলের শুরুতে খেলতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের অধিনায়কত্ব করবেন কি তবে লিটন দাস!





কেকেআর ফ্র্যাঞ্চাইজি তাদের সোশ্যাল মিডিয়ায় লিটনকে নিয়ে এমনই ইঙ্গিতময় কমেন্ট করেছে।এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আয়ারের চোট। তিনি আসরের শুরুতে খেলতে না





পারলে কোলকাতাকে নেতৃত্ব দেবেন কে? নানা গুঞ্জনের মধ্যেই এবার কোলকাতা নাইট রাইডার্স তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক বার্তায় কি ইঙ্গিতই দিল?মিরপুরে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমে টাইগার ওপেনার





লিটন দাস খেললেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। এদিন লিটনকে অভিনন্দন জানিয়ে কেকেআর তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে কমেন্ট সেকশনে এক ভক্তের রিপ্লাইয়ে কেকেআর লিখে, ‘আমাদের অধিনায়ক’। শ্রেয়াস





আইপিএল থেকে ছিটকে গেছেন এখনই নিশ্চিত হয়ে বলা না গেলেও সেটা হওয়াটা অসম্ভব নয়। তাই ব্যাক আপ হিসেবে প্ল্যান বি ভেবে রাখতে হচ্ছে শাহরুখ খানের দলকে।এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপিতে লিটনকে নেয় কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।