অন্যের বউ নিয়ে টানাটানি! লজ্জার নজির পাকিস্তান ক্রিকেটে

ইতিমধ্যেই জমে উঠেছে পাকিস্তান সুপার লিগ। ক্রিকেটারদের বিচিত্র সব শট হোক কিংবা অ্যাঙ্করদের জ্বলওয়া, সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

সেখানে দেখতে পাওয়া গিয়েছে নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার কমেন্ট্রি করার সময় আচমকাই অদ্ভুত আচরণ করতে শুরু করেন।তিনি তাঁর সতীর্থ ধারাভাষ্যকার তথা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের স্ত্রী এরিন হল্যান্ডকে

কোলে তুলে নেন। এই ঘটনার পর এরিন নিজেই টুইট করে ক্রিকেট বিশ্বের সঙ্গে গোটা বিষয়টা শেয়ার করে নেন।ড্যানি মরিসন আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিংয়ের স্ত্রী’কে কোলে তুলে নিয়েছিলেন। এরিন হল্যান্ডের সঙ্গে ড্যানি

ম্যাচ নিয়ে আলোচনা করেছিলেন।কিন্তু, আচমকাই তিনি এরিনের পাশে চলে আসেন। এবং এরিনকে তিনি নিজের কোলে তুলে নেন। মাঠে উপস্থিত দর্শকেরা যাঁরাই এই ঘটনাটির সাক্ষী থেকেছেন, তাঁরাই কার্যত অবাক হয়ে গিয়েছেন।

আচমকা এমন ঘটনার কারণে এরিন নিজেও খানিকটা হতবাক হয়ে যান।তবে এটাই প্রথমবার নয় যে এমন ‘কাণ্ডকারখানা’ ড্যানি মরিসন এই প্রথমবার করলেন। এর আগেও তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।তিনি আইপিএল টুর্নামেন্টে কমেন্ট্রি

করার সময় একজন চিয়ারলিডারকে নিজের কোলে তুলে নিয়েছিলেন। সেই ঘটনাটিকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল হয়েছিল। ড্যানির এমন ব্যবহারের কারণে সকলেই আপত্তি তুলেছিলেন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ড্যানি মরিসন

এবং এরিন হল্যান্ড পাকিস্তান সুপার লিগে আপাতত কমেন্ট্রি করছেন।অ্যাঙ্কর এরিনের স্বামী বেন কাটিং পিএসএল টুর্নামেন্টে করাচি কিংসের হয়ে খেলছেন। এরিন হল্যান্ড নিজেই ড্যানি মরিসনের এই ‘কাণ্ড’-এর ভিডিয়ো নিজেই সোশ্যাল

মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তিনি ড্যানিকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে একটি ম্যাচের আয়োজন করা

হয়েছিল। সেই ম্যাচ চলাকালীনই ঘটনাটি ঘটেছে।ম্যাচের কথা যদি বলতে হয়, তাহলে গ্ল্যাডিয়েটর্সরা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছিল। সৌজন্যে ছিল মহম্মদ নওয়াজ, নাজিবুল্লাহ জারদান

এবং উমর আকমলের দুর্দান্ত পারফরম্যান্স।এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইসলামাবাদও পালটা ভালো পারফরম্যান্স করেছে। তিন বল বাকি থাকতেই এই রান তারা পূরণ করে ফেলে। কলিন মুনরো, আজম খান এবং ফাহিম আশরফ দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স করেছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *