অবশেষে গুঞ্জন সত্যি হলো, সব সমালোচনার অবসান ঘটিয়ে পিএসজি ছেড়ে যে ক্লাবে যাচ্ছে মেসি

এ মৌসুমের শেষ হচ্ছে মে’সির সাথে পিএসজির চুক্তি। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্লাবে যাচ্ছেন লিওনেল মেসি। এই বিষয় নিয়ে অনেক জল্পনা-কল্পনা উঠেছিল ফুটবল বিশ্বে। কেউ বলেছে

বার্সেলোনায় ফিরে যাবেন লিও, কেউ বলেছেন ইউএসএতে যাবেন, আবার কেউ বলেছেন এশিয়ার ক্লাব সৌদি আরব নাম লেখাবেন এই বিশ্বসেরা ফুটবলার। তবে এখন জানা গেল আ’সল

ঘটনা। সৌদির আল হিলাল, বা বার্সে’লোনা অথবা মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি কোথায় নয়, লিওনেল মেসির পরব’র্তী গন্তব্য হতে চলেছে … তবে এখন জানা গেল আসল ঘটনা। সৌদির

আল হিলাল, বা বার্সেলোনা অথবা মেজর লিগ সকারের ইন্টার মিয়া’মি কোথায় নয়, লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে রোজা’রিও, সান্তা ফে-তে তাঁর শৈশ’বের ক্লাব নেওয়েল ওল্ড বয়েজ

স্কুল। এমনটাই এবার জানিয়ে দিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু সের্জিও আগুয়েরো। আগু’য়েরো ইউওএল-কে দেওয়া সা’ক্ষাৎকারে জানিয়ে দিয়ে’ছেন, “নেওয়েলে খেলার বিষয়ে ভালোমত চিন্তাভাবনা

রয়েছে মেসির।” ৩৪ বছরের সুপারস্টার যখন বন্ধুকে নিয়ে বড়সড় তথ্য সর্বসমক্ষে জানিয়ে দিচ্ছেন, সেই সময়ে অনুষ্ঠানে হাজির থাকা অন্য এক আ’র্জেন্টিনীয় তারকা ম্যাক্সি রদ্রিগেজ

বলেই ফেলেন, “ওহ, কুনের (আগুয়েরো) কাছে যদি কোনও ঘটনা চাপা থাকে।এই বিষয়ে ভবিষ্যতে কী ঘটবে, সেটা আমরা দেখব। তবে এই প্রসঙ্গে এখন ছোটখাটো কোনও বিষয়ই বড়সড় একটা

গুজবের রূপ নেবে। এতে প্রকৃত তথ্য হারি’য়ে যাবে।” চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের ল্য ইকুঁয়েপ-এ বলা হয়েছিল মেসির বাবা জর্জে মেসি প্যারিসে এসেছেন পিএসজি কর্তাদের সঙ্গে

মহাতারকার সম্ভাব্য চুক্তি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে। সেই রিপো’র্ট জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি সই করাতে পারে মেসিকে। ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার

ডেভিড বেকহ্যাম। মেসির ব্র্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ানোর জন্য বেকহ্যাম নাকি সই করাতে ইচ্ছুক সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি। তাছাড়া মেসির মা’য়ামিতে নিজস্ব বাড়িও রয়েছে।

যেখানে তিনি ছুটি কাটাতে যান মাঝে মধ্যেই। গত মাসে মিয়ামি কোচ ফিল নেভিলে মেসির সম্ভাব্য আগমনের জল্পনা উসকে বলো দেন, “এই ক্লাবে দুনিয়ার সেরা ফুটবলারদের নিয়ে আসতে

চাই। এই মুহূর্তে মেসিই বিশ্বসেরা। তাই আমাদের পরিকল্পনা বিন্দুমাত্র বদলায়নি। ওঁর পর্যায়ের ফুটবলারদের সঙ্গে চুক্তি জটিল এক প্রক্রিয়া। এর জন্য সময়ের প্রয়োজন।” এদিকে গোল.কম

জানাচ্ছে, পিএসজির তরফে মেসিকে আরও দু-বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও কেউ উড়িয়ে দিচ্ছেন না। একাধিক প্রচারমা’ধ্যমের দাবি, মেসির সঙ্গে

বর্তমান বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সম্পর্ক অনেকটাই মেরামতির পথে। প্রায় দু-দশক বার্সেলোনায় খেলার পর ক্লাবের আর্থিক দুর’বস্থার জন্য মেসি কাতালা’ন ক্লাব ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *