




বিপিএলে বলে ব্যাটে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরে নাসির হোসেন। বিপিএলে সেরা বলার ছিলো তানভির। দুজনের পাশাপাশি আসতে পারে আরো এক নতুন নাম। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে





ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোযাড । তবে ওডিয়াইতে বাংলাদেশ শক্তিশালি হলেও এবার টি-টোয়েন্টিতে অরো বেশি শক্তিশালি দল ঘোষণার সুযোগ বিসিবির। বিপিএলের শেষ





ইনফরম বোলার ব্যাটার দিয়ে গড়তে পাড়ে সাকিবের টি-টোয়েন্টি দল। এমন হতে পারে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড। কারা পড়তে পাড়েন বাদ। বয়সের ভাড় যখন ব্যাটে ইস্পষ্ট তখনি দল





থেকে ছাটাই হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ভিন্ন ভাবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও দলে ফিরার সুযোগ নাসির হোসেনের। বিপিএলে বলে ব্যাটে পারফরমেন্স অনুযায়ি সেরা





অল-রাউন্ডার তিনিই। তবে এবারের স্কোয়াডে ওপেনার হিসেবে থাকবে লিটন দাস আর শান্ত থাকছেন পাশাপাশি বিপিএলে দুর্দান্ত করা তৌহিদ হৃদয় এর সাথে ডাক পেতে পারেন বিপিএলে





দ্বিতীয় সফল ব্যাটার রনি তালুকদার। বিপিএলে সর্বচ্চ ৫১৬ রান করেছেন শান্ত আর রনি তালুকদার দুই ইনিংস কম খেলে করেছেন ৪২৫ রান তালিকায় তিন নম্বরে ৪০৩ রান করা তৌহিদ হৃদয় ।





দলে মেডেলে সাকিবের পাশাপাশি থাকছেন আফিফ হোসেন ধ্রুব। চট্রগ্রামে দুর্বল দলে খুব একটা নিজের মতো করে খেলতে পারেনি আফিফ।তবে বিপিএলে ৫ম সেরা রান সংগ্রহক ছিলেন





সাকিব।সাকিব-আফিফের পর স্কোয়াডে জায়গা হবে আরো দুই অল-রাউন্ডারের। বরিশালের হয়ে ব্যাট দুর্দান্ত করা মেহেদী হাসান মিরাজ আর তার সাথে এবারের বিপিএলে সব থেকে ভালো





ক্যামব্যাক যিনি করেছেন সেই নাসির হোসেন। সেরা রান সংগ্রাহকের তালিকায় মাত্র ১২ ইনিংস খেলেই আছেন ৬ নম্বরে। দলের কঠিন মুহুর্তে ১২ ইনিংসে তার সংগ্রহ ছিল ৩৬৬ রান।





শুধু ব্যাট হাতেই নয় নাসির দুর্দান্ত ছিলেন বল হাতেও। প্রথম দিকে খুব একটা রেগুলার বল না করেও আসরে ৩য় সেরা বলার তিনি।তার চেয়ে কয় এক ইনিংস বেশি খেলেও তার উপরে আছেন





মাত্র ২ জন। আর ২ জনেই এগিয়ে আছেন মাত্র ১ উইকেট বেশি নিয়ে।১১ ইনিংস বল করে নাসিরের ঝুলিতে ছিল ১৬ টি উইকেট। খুব একটা ভালো সময় না কাটালেও স্কোয়াডে জায়গা পাবেন





দলের ভাইস ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দলে থাকবেন তিন পেসার মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদ হবেন দলের একাদশে অটো চয়েজ।আর তাদের সাথে থাকবেন বিপিএলে





যোথ ভাবে সর্বচ্চ উইকেট সংগ্রহক হাসান মাহমুদ।তবে স্পিন এটাকে নতুন নাম আসতে পারে স্কোয়াডে। জায়গা হতে পারে বিপিএলের সেরা বলার তানভির আহমেদের।১৭ উইকেটের





পাশাপাশি বিপিএলে সবচেয়ে কার্যকারী বলার ছিলেন তিনি। তানভিরের সাথে স্কোয়াডে থাকবেনি আরো এক স্পিনার নাসুম আহমেদ। গত ২ বছর ঘরের মাঠে সেরা স্পিন বলার তাকে বলাই চলে।





কয় একদিনের মাধ্যেই চুড়ান্ত হবে টি-২০ স্কোয়াড। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য স্কোয়াড: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, আফিফ হোসেন ধ্রুব, সাকিব





আল হাসান(অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান(ভাইস ক্যাপ্টেন)(WK), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর আহমেদ, নাসুম আহমেদ