অবশেষে জানা গেলো হুট করেই যেকারণে চট্রগ্রামে দলের সঙ্গে শরিফুল-মৃত্যুঞ্জয়রা

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। একই ভেন্যুতে গড়াবে প্রথম টি-টোয়েন্টিও। তবে কোনো স্কোয়াডেই নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। যদিও এই বাঁহাতি সহ আরও কয়েকজন ক্রিকেটারকে

দেখা গেছে আজ অনুশীলনে।সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচ খেলেন শরিফুল। ইনজুরির কারণে শরিফুল ঘরের মাঠে খেলতে পারেননি ভারত সিরিজে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই ক্রিকেটার খেলতে পারেনি পুরো বিপিএল।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে থাকলেও ডাক পাননি মূল স্কোয়াডে। এখন অবশ্য দলের সাথে আছেন চট্টগ্রামেই। এখনো জাতীয় দলে অভিষেক না হওয়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও দেখা গেছে আজ অনুশীলনে।

স্কোয়াডে না থাকা এসব ক্রিকেটারকে মূলত কোচিং স্টাফদের চাওয়াতেই উড়িয়ে নেওয়া। শরিফুল-মৃত্যুঞ্জয়কে চেয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।সামনেই আয়ারল্যান্ড সিরিজ, হয়তো ব্যাকআপ পেসার হিসেবে তাদের প্রস্তুত

রাখতে চাইছেন ডোনাল্ড। মুস্তাফিজুর রহমানের ফর্মহীনতাও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।এই দুই পেসার ছাড়াও অনুশীলনে আছেন স্কোয়াডে না থাকা দুই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেনও।ইংল্যান্ডের কাছে

পরপর দুই ওয়ানডে হেরে ইতোমধ্যে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের দলের সামনে এখন একটাই পথ সেটা হোয়াইটওয়াশ এড়ানো। সিরিজ হেরে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ঘুরে দাড়াতে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *