




এবারের ফিফা বেস্ট হয়েছে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। সারা বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক আর সমর্থকদের ভোটে ফিফার ২০২২





সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেন আর্জেন্টাইন তারকা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসির হাতে তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি





ইনফান্তিনো। মেসি তো আর্জেন্টিনা অধিনায়ক, তিনি কাকে ভোট দিলেন? ক্রিশ্চিয়ানো রোনালদো কি ভোট দিয়েছেন আদৌ? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন ফুটবল সমর্থকেরা। আর্জেন্টিনার





বিশ্বকাপজয়ী অধিনায়ক বেছে নিয়েছেন তার সাবেক দুইজন সতীর্থকে। নেইমারকে প্রথম, এমবাপ্পেকে দ্বিতীয় ও গত মৌসুমের ব্যালন ডি’অর জেতা করিম বেনজেমাকে তৃতীয়। কাতার বিশ্বকাপে





নিয়মিত একাদশের শুরুতে জায়গা না পেলেও পর্তুগালের অধিনায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদো নয় পর্তুগালের অধিনায়কের ভোট দিয়েছেন পেপে। পেপে অবশ্য মেসিকে





বেছে নেননি। তার তিন ভোট পেয়েছেন যথাক্রমে এমবাপ্পে, মদ্রিচ ও বেনজেমা। মজার ব্যাপার, সদ্য পর্তুগালের কোচ হওয়া রবার্তো মার্টিনেজ আবার সেরা হিসেবে বেছে নিয়েছেন মেসিকেই।





পরের দুটি ভোট তিনি দিয়েছেন যথাক্রমে ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও পিএসজির এমবাপ্পেকে। রোনালদো কেন ভোট দেননি, এর কারণ হিসেবে ফিফা





জানিয়েছে, যেহেতু বিশ্বকাপের সময়ে এবং বাকি মৌসুমে রোনালদো খুব বেশি প্রথম একাদশে সুযোগ পাননি, তাই অধিনায়ক হিসাবে তিনি ভোট দেননি। সেই দায়িত্ব নিয়েছেন পেপে। তিনিই ভোট দিয়েছেন।