




কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সুযোগ থাকলেও খেলতে পারেননি প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেও তাকে





নিয়ে আছে ভাবনার জায়গা। যদিও আজ ব্যাট হাতে অনুশীলন চালিয়ে গেছেন টাইগার ওপেনার।আইরিশদের বিপক্ষে সিরিজ সামনে রেখে গতকাল (১৬ মার্চ) সিলেটে পৌঁছায় দল। দুপুরে ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন বেশিরভাগ ক্রিকেটার। কিন্তু





দেখা যায়নি তামিমকে।আজ ম্যাচের আগেরদিন অবশ্য দলের সাথে এসেছেন টাইগার কাপ্তান। সকাল ১০ টা থেকে শুরু হওয়া অনুশীলনে সক্রিয় দেখা গেছে তাকে। ব্যাটিং অনুশীলন করেছেন দীর্ঘক্ষন। বড় শট খেলতেও খুব একটা অস্বস্তিতে





পড়তে হয়নি বাঁহাতি এই ব্যাটারকে।অনুশীলন চলাকালীন সংবাদ সম্মেলনে আসেন কোচ হাথুরুসিংহে। তামিমকে নিয়ে দিলেন সর্বশেষ তথ্য।তিনি জানান, ‘তার শরীর খারাপ খানিক, এটা ফিটনেসের ইস্যু না। এ নিয়ে অবশ্য কিছুটা চিন্তার





জায়গা আছে। ভাইরাসজনিত সমস্যা। তবে আজ সে ব্যাটিং করেছে, ফিল্ডিংও করবে। অনুশীলন শেষে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’উল্লেখ্য, আগামীকাল দুপুর দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। এরপর ২০ ও ২৩ মার্চ একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে।