এনামুল হক জুনিয়র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। তিনি বর্তমানে সিলেট বিভাগের হয়ে খেলছেন। তিনি একজন ডান হাতি ব্যাটসম্যান এবং একজন স্লো লেফট আর্ম ডেলিভারির বোলার।জাতীয় দলের বিশেষ কিছু অর্জনের
সঙ্গে জড়িয়ে আছে এনামুরু হাকু জুনিয়রের নাম। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষমতা তার আছে। এবার বিপিএলে সুযোগ পেয়েছেন এনামুরুও।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরে চট্টগ্রাম
চ্যালেঞ্জার্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনামুল হক জুনিয়র।প্লেয়ার ড্রাফটে দল জিততে না পারলেও এনামুরুকে সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করেছে চিটাগাং চ্যালেঞ্জার্স।চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এনামুলকে
দলে যোগ করায় দলের স্পিন বিভাগ আরও মজবুত হয়েছে।ড্রাফটের আগে চট্টগ্রামে একজন স্থানীয় ক্রিকেটার এবং তিনজন বিদেশী ক্রিকেটারকে সরাসরি স্বাক্ষরে মাঠে নামানোর সুযোগ ছিল।এ সুযোগে জাতীয় দলের স্পিনার নাসাম আহমেদকে দলে
স্বাগত জানায় সাগরপার দল।ইংল্যান্ডের বেনি হাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস এবং ইংল্যান্ডের উইল জ্যাকও দলে ছিলেন। খসড়ায় তরুণদের ওপর জোর দেওয়া হয়েছে।শরিফুল ইসলামকে দিয়ে ড্রাফট শুরু করা দলটি একে একে দলভুক্ত
করেছে আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আকবর আলীকে। একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার
লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)। ড্রাফট থেকে : শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি,মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, নাঈম ইসলাম। ড্রাফটের পর : এনামুল হক জুনিয়র।