অবিশ্বাস্য ব্যাটিংঃ ১৭ চার ও দুটি ছক্কায় মুমিনুলের পর জহরুলের সেঞ্চুরি

সাম্প্রতিক বাংলাদেশে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। কক্সবাজারে এই আসরে মুমিনুল হকের পর এবার সেঞ্চুরি তুলে নিয়েছেন জহরুল ইসলাম অমি। ম্যাচের তৃতীয় দিনে মুমিনুলের

ব্যাট বেশিদূর না আগালেও জহুরুলের সেঞ্চুরিতে বিসিবি নর্থের বিপক্ষে শুরুতে লিড নেয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। যদিও নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে এখন পর্যন্ত ১৩৮ রান করে

১১৩ রানের লিড নিয়েছে নর্থ জোন। এই ম্যাচে মুমিনুল ১০৩ এবং জহুরুল ৫০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। তবে দিন শেষে দলের রানের খাতায় ব্যক্তিগত ৩১ রান যোগ করতেই

থামতে হয় মুমিনুলকে। নাসির হোসেনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩৪ রান করে। ১৭ চার ও দুটি ছক্কা ছিল এই ইনিংসে। তারপর ইনিংস লম্বা করার কাজে নেমে পড়েন ব্যাটসম্যান জহুরুল।

যদিও তাকে সঙ্গ দিতে পারেননি ব্যাটসম্যান ইয়াসির আলী। ১০ রানে ফিরে যান তিনি। তারপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে আবারও লড়াই চালিয়ে যান জহুরুল। এদিনে এই জুটি গড়ার পথে প্রথম

শ্রেণির ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি তুলে নেন সেঞ্চুরিয়ান জহুরুল। ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক থামেন ১৯৩ বলে ১০৩ রান করে। ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার।

শেষদিকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ৬৮ রান করেন দিপু। শেষ পর্যন্ত ৪০৩ রানে থামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের ইনিংস। বোলিংয়ে বিসিবি নর্থের হয়ে তিনটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল।

এ ছাড়া ২টি করে উইকেট নেন সানজামুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লব। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলে নর্থ জোন। দুই ওপেনার তৌফিক খান

৩৯ ও তানজিম তামিম ৩৩ রান করে ফিরে যান। দলীয় ১০৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় দলটি। ২৩ বলে ১৫ রান করে এনামুল হকের বলে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পড়ন্ত

বিকেলে দলকে আর বিপদে পড়তে দেননি আমিনুল ইসলাম ও নাঈম ইসলাম। আমিনুল ২৫ ও নাঈম ২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *