




তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করেছে টিম ইংল্যান্ড। গত ১লা মার্চ থেকে শুরু হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।





এই ম্যাচে টসে জিতে বাংলাদেশে ব্যাট করতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩ উইকেটে জয় লাভ করেন। আজ ৩ মার্চ শুক্রবার সিরিজের





দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড। বাংলাদেশের জন্য এই ম্যাচ বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। সিরিজ বাঁচাতে হলে অবশ্যই এই ম্যাচে জিততে হবে টাইগারদের।





বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হয়েছে এই ম্যাচ। শুক্রবার মিরপুর শের-ই বাংলায় সিরিজ বাঁচানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে সফরকারীদের দলে





রয়েছে দুই পরিবর্তন। জোফরা আর্চারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সাকিব মাহমুদ। এছাড়া ক্রিস ওকসের পরিবর্তে একাদশে ফিরেছেন স্যাম কারান। বাংলাদেশ একাদশ :





তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ,





তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক-উইকেটকিপার), উইল জ্যাকস,





মঈন আলী, স্যাম কারান , আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।