




নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তুলে রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। ৩৩৯ রানের পাহাড়সম সেই লক্ষ্য যে আয়ারল্যান্ড পেরোতে পারবে না সেটিও যেন অনুমিতই ছিলো।পারেনি আইরিশরা, ১৫৫ রানে অলআউট হয়ে ১৮৩ রানে





হেরেছে বাংলাদেশের কাছে। নিজেদের সংগ্রহটা যেমন ছিলো সর্বোচ্চ তেমনি জয়টাও এল ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে।ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়। আগেরটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের।





এই সিলেটেই ২০২০ সালে ওই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।ম্যাচ শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে তৌহিদ হৃদয় বলেন: (অভিষেকে সেঞ্চুরি মিস করায়) একটু আঘাত





পেয়েছি, তবে আমি খুশি, শুরু থেকেই আমার জন্য খুব ভালো।সাকিবের সঙ্গে ব্যাট করতে গিয়ে ভালো লাগত, সে আমাকে অনুপ্রাণিত করেছিল। আমি একটু আত্মবিশ্বাসী ছিলাম। আমি শুধু আমার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং এটি কাজ করেছে।