আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। মেগা নিলামের এই তালিকায় আছেন ১২১৪ জন খেলোয়াড়। যেখানে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
এদিকে নিলামে নেই অনেক বড় বড় তারকার নাম। ছয় বছর পর আইপিএলে খেলার ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। তবে তাকে রাখা হয়নি নিলামে।
এছাড়াও নিলামে নেই ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে। বয়স বাড়ার সঙ্গে গেইলের প্রতি ফ্রাঞ্চাইজিদের আগ্রহ কমে যাচ্ছে। আইপিএলের গত নিলামে যা লক্ষ্য করা যায়। শেষ মুহূর্তে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস। তবে এবার নিলামেই রাখা হলো না গেইলকে।
স্টার্ক-গেইল ছাড়াও নিলামে রাখা হয়নি স্যাম কুরান, বেন স্টোকস, জোফরা আরচার এবং ক্রিস ওকসদের। অবশ্য আইপিএলের এবারের আসরে না খেলার ঘোষণা দিয়েছেন স্টোকস। তবে বাকিদের রাখা হয়নি নিলামে।
২ কোটি ভিত্তিমূল্যের তালিকায় আছেন- ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, জেসন রয়, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাং, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, ওডেন স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, শিখর ধাওয়ান, যুবেন্দ্র চাহাল, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঈশান কিষান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাড়িকাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শারদুল ঠাকুর, রবিন উথাপ্পা, উমেশ যাদব, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
১.৫ কোটি ভিত্তিমূল্যের তালিকায় আছেন- ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, ক্রিস লিন, ডেভিড মালান, জিমি নিশাম, অ্যারন ফিঞ্চ, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও ওয়াশিংটন সুন্দর।
১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় আছেন- জেমস ফকনার, ময়জেস হেনরিকস, মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, রাইলি মেরেডিথ, তাবরাইজ শামসি, জশ ফিলিপ, ডারসি শর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ওলি পোপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, র্যাসি ফন ডার ডুসেন, রস্টন চেজ, শারফানে রাদারফোর্ড, পীযূষ চাওলা, কেদার যাদব, প্রসিধ কৃষ্ণ, টি নাটারাজান, মানিশ পান্ডে, অজিঙ্কা রাহানে, নিতিশ রানা, ঋদ্ধিমান সাহা, কুলদিপ যাদব ও জয়ন্ত যাদব।