আইপিএল থাকা সত্ত্বেও ডিপিএলের সব ম্যাচ খেলতে চান সাকিব

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। তবে জাতীয় দল ও আইপিএলের কারণে এবারো সাকিবকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ।

এদিকে ইংল্যান্ড সিরিজের পর ১৮ মার্চ থেকে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই সিরিজের পরপরই ইংল্যান্ড সফরে যাবে ওয়ানডে দল।সেখানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর

মধ্যে ৩১ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিবের। তবে জাতীয় দল ও আইপিএলের কমিটমেন্টের মধ্যেই মোহামেডানের হয়ে সব ম্যাচ খেলতে চান সাকিব।রাজধানীর এক

পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সাকিব বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করবো যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার।’ ভালো দল গড়েও

গত মৌসুমে সুপার সিক্সে যেতে পারেনি মোহামেডান। এর কারণও জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তিনি বলেন, ‘মোহামেডান সুপার লিগে না যাওয়ার বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা

খেলতে পারিনি, সার্ভিস দিতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের কমিটমেন্টের কারণে দিতে পারিনি। আশা করি এবার আমরা দল হিসেবে খেলতে পারবো এবং ওরকম ফল আনতে পারবো যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *