আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হতে পারে বার্সালোনা

স্প্যানিশ লা লিগা থেকে মৌসুমের সেরা চারটি দল অংশ গ্রহন করে পরবর্তি চ্যাম্পিয়নস লিগে। এছাড়া ৫ম ও ৬ষ্ঠ স্থানে থাকা দলদুটির সামনে সুযোগ থাকে ইউরোপা ও কনফারেন্স লিগে খেলার।এই যে উয়েফার তিনটি প্রতিযোগিতা,

এই তিনটি প্রতিযোগিতাতেই যদি আপনি বার্সালোনাকে আগামী মৌসুমে না দেখেন তাহলে কি অবাক হবেন? অবাক হলেও সেটাই কিন্তু হতে পারে।বার্সালোনার বিরুদ্ধ চলমান যেসব অভিযোগ রয়েছে, সেখানে আবার তাদের বিরুদ্ধে

মামলাও করা হয়েছে। এই সব কারণে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়া শঙ্কার মধ্যেই পরে যেতে পারে।স্প্যানিশ গনমাধ্যম মার্কার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বার্সালোনার এসব কার্যক্রমের জন্য উয়েফার প্রতিযোগিতা

গুলোর সুনাম ক্ষুন্ন হতে পারে যদি তারা সেখানে অংশ নেয়।উয়েফার যেসব রুলস রয়েছে, সেখানে একটি ধারায় বলা আছে যে, প্রতিযোগিতাটির সুনামক্ষুন্ন হয় এমন কোন কিছু করা যাবে না এবং উয়েফা এই ক্ষেত্রে যেকোন কিছু করার অধিকার রাখে।

উয়েফার যেসব প্রতিযোগিতা রয়েছে, সেসব প্রতিযোগিতায় এমন কোন ক্লাব অংশ গ্রহন করতে পারবে না যাদের বিরুদ্ধে কোন অবৈধ কাজের অভিযোগ রযেছে। কেননা, এসব ক্লাব অংশগ্রহন করলে প্রতিযোগিতাটির সুনামক্ষুন্ন হতে পারে।

এই ক্লাবগুলো যদি উয়েফার প্রতিযোগিতায় খেলার যোগ্যতাও অর্জন করে, তবুও উয়েফা সেসব ক্লাবকে নিষিদ্ধ করার অধিকার রাখে।কিছুদিন পূর্বে উয়েফা বার্সার বিরুদ্ধে তদন্তের সমস্ত তথ্যাদি চেয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে,

তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে, বার্সালোনার বক্তব্য কি এগুলো জানতে চেয়েছে।তাই বলা যাচ্ছে, বার্সালোনার আগামী চ্যাম্পিয়নস লিগের আসরে খেলার সম্ভাবনা শঙ্কার মুখেই পরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *