শক্তি ও পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। এবারের এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানরা ফেভারিট হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেল উল্টো চিত্র।আফগানিস্তানকে পাত্তা দেয়নি শ্রীলঙ্কা।






শনিবার রাতে দুবাইয়ে মৌসুমের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র ১০৫ রানে আউট করতে আফগানিস্তানের মাত্র ৬১ বল লেগেছিল।এমন হারের পর আফগানিস্তানকে বাংলাদেশের ওপরে জায়গা করে দেন লঙ্কান






অধিনায়ক দাসুন শানাকা। তিনি দাবি করেন, বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ।ম্যাচের পর শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও






বিশ্বমানের। এছাড়া তাদের আর কোন বিশ্বমানের বোলার নেই। সে দিক থেকে চিন্তা করলে আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’প্রথম ম্যাচেই হার। পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে। কী ভাবছেন






লঙ্কান দলপতি? শানাকাকে সাহস যোগাচ্ছে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের বেশি বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা।তিনি বলেন, ‘বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি, কেননা তাদের সকল খেলোয়াড়
সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।’