‘আফ্রিদির বোলিং মোকাবেলায় ‘আমার কি কাঁদা উচিত নাকি আমি খেলব না’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। পিএসএলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম খেলছেন পেশোয়ার

জালমির হয়ে। আর শাহিন শাহ আফ্রিদি খেলছেন লাহোরের হয়ে। জাতীয় দলের সতীর্থ শাহিনে আফ্রিদির বিপক্ষে মাঠের লড়াইয়ের নামার আগে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় পেশোয়ারের

অধিনায়ক বাবর আজমকে। পাকিস্তানের অধিনায়ক মজার ছলে বলেন, ‘আমার কি এখন কাঁদা উচিত নাকি আমি খেলব না?। আপনারাই বলুন।’ পিএসএলে এবারের আসরে বাবর ও

শাহিন দুজনই দুর্দান্ত খেলছেন। ৪ ম্যাচে ৫৭ গড় ও ১৩১.৫৩ স্ট্রাইক রেটে বাবর আজম করেছেন ১৭১ রান। আর ৩ ম্যাচে ৭.৩৩ ইকোনমিতে ৫ উইকেট নেন শাহিন আফ্রিদি। ব্যাটিংয়ে বাবর

আছেন ৫ নম্বরে আর বোলারদের মধ্যে ৬ নম্বরে আছেন শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *