




ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো রিয়াল মাদ্রিদ ছেড়ে অলিম্পিয়াকোসে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে সম্প্রতি তিনি চুক্তি বাতিল করে ফিরে এসেছেন। অর্থাৎ মার্সেলো এখন ফ্রি





এজেন্ট। আর এই ফ্রি থাকা মার্সেলোকে কেনার জন্য আগ্রহী সৌদি আরবের ক্লাব আল নাসের এমনটাই শোনা যাচ্ছে। গনমাধ্যম থেকে জানা গেছে, মার্সেলো বর্তমানে ইনজুরিতে ভুগছে।





সে এখন স্পেনে আছে এবং এখানেই ইনজুরি থেকে সেরে উঠার বাকি কাজ করে যাচ্ছে। মার্সেলো এখনও আরও কিছু দিন প্লেয়ার হিসেবে খেলা চালিয়ে যেতে চান এবং তাকে সেই সময়টা দিতে





পারে সৌদি আরবের ক্লাব আল নাসের। যদি সেটা হয় তাহলে মার্সেলোর সঙ্গে আবারও দেখা হবে পুরোনো বন্ধু রোনালদোর। তবে মেজর সকার লিগের ক্লাব লা গ্যালাক্সিও মার্সেলোর প্রতি আগ্রহী।





যদি মার্সেলো সেখানে চলে যায় তাহলে আর রোনালদোর ক্লাবে খেলা হবে না।