





বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে তাতে কোন সন্দেহ নেই। গত সামারে এই পিএসজি তারকাকে কেনার অনেক চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ মুহূর্তে এমবাপ্পে






পিএসজিতেই থাকার সিদ্ধান্ত নেয়। তবে গতবার যে নাটকীয়তা ছিল, তারপর হয়তো অনেকেই ভেবেছিল, রিয়াল মাদ্রিদ আর কখনওই এমবাপ্পেকে কিনতে আগ্রহী হবে না। কিন্তু স্প্যানিশ






গনমাধ্যমগুলো জানাচ্ছে অন্য কথা। কিলিয়ান এমবাপ্পেকে এখনও কিনতে চায় রিয়াল মাদ্রিদ। যদি এমবাপ্পে পিএসজি ছাড়ে তাহলে তারা আগ্রহী হবে। এমবাপ্পের অবশ্যই পিএসজি ছাড়ার আগ্রহের






কথা জানাতে হবে পিএসজি বোর্ডকে। পিএসজি যদি তাকে বিক্রি করতে রাজি হয় তাহলেই রিয়াল মাদ্রিদ এগিয়ে আসবে দরদামের জন্য।