আবারো ব্যাট হাতে ব্যর্থ মুশফিক, আফিফ, জাকির হাসান। ঝলক দেখালেন ইয়াসির আলী

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছে ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি

ম্যাচে অংশগ্রহণ করেছে তারা। যেখানে আগে ব্যাট করে ২০৫ রান সংগ্রহ করেছে বিসিবি নীল একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন ইয়াসির আলী। মাত্র দুই রান করেছেন তামিম ইকবাল।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন লিটন দাস। তবে এরপর আর ব্যাট হাতে জ্বলে উঠতে পারিনি আর কোন ব্যাটসম্যান। জাকির হাসান ৮ এবং মুশফিকুর রহিম ফেরেন ৬ রান করে। শেষ

ভরসা আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে এসেছে ১৭ রান। এছাড়াও মেহেদী হাসান মিরাজ করেছেন ১৯ রান। তবে শেষের দিকে কিছুটা হলেও রানের গতি সচল করেছেন আমিনুল ইসলাম বিপ্লব

প্রস্তুতি ম্যাচে ২৮ রান করেছেন তিনি। সবুজ দলের হয়ে চারটি উইকেটে নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়াও তিনটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ওমরাহ হজ পালন করে প্রস্তুতি ম্যাচে

ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরাও ম্যাচে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *