এশিয়া কাপকে সামনে রেখে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো আজ সংবাদ সম্মেলন করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।তবে






এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। নতুন করে দলের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম। নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের






অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন সাকিব।মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই।






আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’”