আমি বললাম এবার বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতবে : সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী ১ মার্চ থেকে মিরপুরে শুরু হবে দুই দলের মধ্যকার

ওয়ানডে সিরিজ। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বড় সব দলগুলির বিপক্ষে জয় লাভ করেছে একমাত্র ইংল্যান্ড ছাড়া। তাইতো এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ

জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজের জয়লাভ করবেন এটা জানালেন সৌরভ গাঙ্গুলী। আজ সাংবাদিকদের তিনি বলেছেন, “বাংলাদেশ

খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে। পাপন ভাই বলছিলেন- আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে (সিরিজ)

হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।” চলতি বছর ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঢাকা সফরে এসে তিনি আশাবাদ ব্যক্ত

করলেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। “আমি অনেক প্রত্যাশা করি। (বাংলাদেশকে) কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য থাকে

আর ফর্ম থাকে। আপনাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে, তারা কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *