আমি মাহমুদউল্লাহকে ফোন করে বলেছিলাম, অবসর নেওয়ার জন্য : পাপন

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে রয়ে’ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলেও তার জায়গা এক প্রকার

অনিশ্চিত। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলে নিয়মিত খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এবার ওয়ানডে বিশ্বকাপের পরে হয়’তো শেষ হয়ে যেতে পারে মাহমুদু’ল্লাহ রিয়াদের অধ্যায়। তবে টেস্ট

ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর গ্রহণ করলেও এখনো টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিননি তিনি। তবে মাহমুদউল্লাহ যদি টি-টোয়েন্টি কিংবা

ওয়ানডে থেকে অবসর নিতে চায়, তাহলে সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

পাপন। এ নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কথা হয়েছে বলেও জানান পাপন, “আমি কয়েক দিন আগে মাহমুদউল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেওয়ার কোনো পরিকল্পনা থাকে

দয়া করে আমাদের জা’নাও”। “কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করব, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পারো। সে বলেছিল, আমাকে জানাবে। কিন্তু আমি জানি সে

আমা’কে জানাবে না। এখন পর্যন্ত শুধু তামিমই (ইকবাল) আমাকে জানিয়েছিল।” পাপন আরো বলেন, “মাহমুদউল্লাহ যদি মনে করে যে সে ওয়ানডে বা টি-টোয়েন্টি ছেড়ে দেবে, তাহলে আমরা

তার জন্য মালিঙ্গা বা টেন্ডুলকারের মতো কিছু করতে পারি। তবে খেলোয়াড়রা যদি না চায়, তাহলে এই বার্তা দেব, তাদের ব্যাপা’রে আমরা কিন্তু প্রস্তুত। আমি মাশরাফিকে অনেকবার জিজ্ঞেস

করেছি, কিন্তু সে বিদায়ী সিরিজ চায়নি। সে কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েনি।” সাক্ষাৎকারে ক্রি’কেটারদের বিদায়ী সংবর্ধনা প্রসঙ্গে পাপনকে জিজ্ঞেস করা হয়। জবাবে বিসিবি বস

বলেন, “এটা কঠিন, ভিন্ন ভিন্ন সময়ে তিন ফর’ম্যাটে আপনি কীভাবে সংবর্ধনা দেবেন? উদাহরণস্বরূপ রিয়াদের কথাই বলি। টেস্ট থেকে অবসর নেয়ার সময় ও আমাদের জানালে কিছু একটা করতে পারতাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *