আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি করতে যাচ্ছে মেসি

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্যারিসে লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা। কাতার বিশ্বকাপের পর শোনা গিয়েছিল, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মেসির সবুজ সংকেত পাওয়া

গেছে। দুই পক্ষ মৌখিক সম্মতিতেও পৌঁছে গেছে বলে খবর বের হয়। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা বা চুক্তি সইয়ের। কিন্তু এরই মধ্যে নতুন খবর, পিএসজির সামগ্রিক ভবিষ্যৎ

পরিকল্পনা নাকি মেসির পছন্দ নয়। সবকিছু মিলিয়ে গুঞ্জন, হয়তো পিএসজি ছাড়তে চলেছেন তিনি। চলতি অবস্থা অনুযায়ী এ বছর জুনে মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তির মেয়াদ

শেষ হতে যাচ্ছে। মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন মিয়ামি মেসিকে তার

আর্থিক চাহিদার পুরোটাই মেটাতে পারবে বলে আশ্বাস দিয়েছে বলেও খবর বেরিয়েছিল। এ বিষয়ে ক্লাবটির ম্যানেজার ফিল নেভিল বলেছেন, মেসি ইন্টার মিয়ামিতে গেলে সেটা হবে ‘আমেরিকার

খেলার জগতে’র সবচেয়ে বড় চুক্তি। সকার লিগে মেসির খেলার সম্ভাবনা নিয়ে মিয়ামি বস বলেন,‘আমি মনে করি বিষয়টা ইন্টার মিয়ামির চেয়ে বড়। মেজর সকার লিগের জন্য এটা অনেক

বড় এবং সেটা এখানেই হচ্ছে।’ নেভিল আরো বলেন, ‘আমি মনে করছি এটা আমেরিকার খেলার জগতেরই সবচেয়ে বড় চুক্তি হতে চলেছে। খেলোয়াড়রা স্টেডিয়ামে আজ যেভাবে হাঁটছে, তখন

সেটা হয়তো ভিন্ন হবে। আমাদের ভ্রমণ এবং যে হোটেলগুলোতে আমরা অবস্থান করছি, তা হয়তো ভিন্নরকম হবে। বিষয়টি চমৎকার, কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে।’ এদিকে, সাবেক ক্লাব

বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এছাড়া বার্ষিক ৩০০ মিলিয়ন বেতনের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালেও যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *