আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ, মাহমুদুল্লাহকে নিয়ে বিম্ফোকর মন্তব্য,প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।সিরিজকে সামনে

রেখে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তেমন ভালো করতে

পারেনি মাহমুদুল্লাহ।প্রথম দুই ম্যাচে শুরুটা ভালো করলেও তার মিস ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দেশের একটি সংবাদমাধ্যমকে

দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,‘বিশ্রামে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে’। মূলত ঘুরিয়ে ফিরিয়ে সকলকে পরীক্ষা করে দেখতে চায় নির্বাচকরা। যে কারণেই দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন,“রিয়াদকে (মাহমুদউল্লাহ) আমরা বিশ্রাম দিয়েছি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটিকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছি আমরা। এজন্য জাকিরকে নিয়েছি। ইয়াসিরকে আমরা

আগেও দেখেছি, এই সিরিজে আরেকবার দেখতে চাই।”মাহমুদউল্লাহর সামনে এখনও ফেরার সুযোগ আছে কি না, সরাসরি এই প্রশ্নে প্রধান নির্বাচকের উত্তর, “অবশ্যই। আবারও বলছি, অন্যদেরকে দেখার জন্যই তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।”

এছাড়াও তাইজুল ইসলামের বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেন, “তাইজুলকেও বাদ দেওয়া হয়নি। এটা প্রক্রিয়ার অংশ। আমরা ঘুরিয়ে-ফিরিয়ে নানাজনকে দেখতে চাই। আগের সিরিজে তাইজুল খেলেছে, এই সিরিজে আবার নাসুমকে দেখে নিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *