মারুফ হোসেনঃ চলতি মৌসুমের শুরু থেকেই পিএসজি ক্লাব উত্তপ্ত কিলিয়ান এমবাপ্পের বিভিন্ন বিতর্কিতমূলক কর্মকান্ডে। দলের দুই সিনিয়র তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে দ্বন্দ্বে






জড়িয়ে সমালোচনার জন্ম দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। তবে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কটা ভালো না গেলেও পিএসজিতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বে বিন্দুমাত্রও ভাটা






পড়েনি। সম্প্রতি নেইমারের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিওনেল মেসি।পিএসজিতে চলতি মৌসুমের শুরুটা দূর্দান্তভাবে করেছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।






মাঠে যেনো একের পর এক দূরন্ত পারফরম্যান্সে আলো ছড়িয়ে যাচ্ছেন মেসি-নেইমার। আন্তজার্তিক বিরতিতে যাওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ৮ অ্যাসিস্টের






দেখা পেয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে পিএসজির হয়ে চলতি মৌসুমে শুরু থেকে ১১ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ৮ অ্যাসিস্টে নিজের নাম যুক্ত করেছেন নেইমার। নেইমারের সঙ্গে পিএসজিতে
নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন মেসি। এসময় লিওনেল মেসি বলেন, “নেইমার এবং আমি, আমরা অন্তর থেকে একজন আরেকজনকে চিনি। আমরা বার্সালোনায় দারুণ একটা সময় উপভোগ
করেছিলাম এখন আমরা আবার প্যারিসে মিলিত হয়েছি। আবার প্যারিসে একসাথে হতে পেরে আমি আনন্দিত। আমি নেইমারের সঙ্গে খেলতে পছন্দ করি। এটা দিন দিন আরো ভালো হচ্ছে। আমাদের
মাঝে অনেক মজাও হয়। পিএসজিতে নেইমারের সঙ্গে সেই পুরোনো বন্ধুত্বটাই খুঁজে পেয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, তিনি নেইমারের সঙ্গে খেলতে পছন্দ করেন৷