





অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকায় একই গ্রুপে পরেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা থাকলেও এখন ব্রাজিলের জন্যই গলা ফাটাবে আর্জেন্টাইনরা। ব্রাজিল ইতিমধ্যে






দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচেই জিতেছে। ব্রাজিলের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। তাদের বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে।






আর্জেন্টিনাকে এখন সমীকরণ মেলাতে হবে পরের রাউন্ডে উঠার জন্য। সেই সমীকরণের একটি হচ্ছে, নিজেদের অবশ্যই শেষ দুটি ম্যাচে জিততে হবে। শুধু তাই নয়, আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে






দুটি ম্যাচ বাকি আছে, তারমধ্যে উভয়ের ম্যাচই রয়েছে কলম্বিয়ার বিপক্ষে। আর এই ম্যাচ দুটিই গড়ে দিতে পারে পার্থক্য। ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হেরে যায় তাহলেই আর্জেন্টিনার বিদায়






হয়ে যাবে। তখন আর্জেন্টিনার ম্যাচের যেকোন ফলাফল কোন কাজে আসবে না। তাই ব্রাজিলকে অবশ্যই কলম্বিয়ার বিপক্ষে জিততে হবে অথবা ড্র করতে হবে। আর এটা হলেই আর্জেন্টিনার






পরের রাউন্ডে উঠার সম্ভাবনা তৈরি হবে।