




গত দেড় বছর সোনায় সোহাগা ছিল আর্জেন্টিনার জন্য। যেখানেই তারা মাঠে নেমেছে, সেখানেই তারা জয় তুলে নিয়েছে। আর সেই জয়ের মধ্যে ছিল তিনটি বড় ম্যাচ। ২০২১ সালে কোপা





আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২০২২ সালে জিতেছিল ফাইনালিসিমা এবং বছরের শেষ দিকে এসে জিতে সবচেয়ে বড় শিরোপা বিশ্বকাপ। এই প্রতিটা টুর্নামেন্টের ফাইনালেই আগের





চ্যাম্পিয়নদের এবং বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই বিষয়টিই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন রোদ্রিগো ডি পল। ২০২১ কোপা আমেরিকার





ফাইনালে আগের আসরের চ্যাম্পিয়ন ব্রাজিলকে পরাজিত করেছিল আর্জেন্টিনা। এরপর ফাইনালিসিমাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারায়। বিশ্বকাপের ফাইনালে আগের আসরের





চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারায়। রোদ্রিগো ডি পল বলেন, “আমরা সব বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছি। গত কোপা আমেরিকায় ব্রাজিল, ফাইনালিসিমাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং গত বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েছি।”