আসন্ন ২০২৪ টি-২০ বিশ্বকাপের গোপন সব পরিকল্পনা আগেই ফাঁস করে দিলেন বিসিবি

এখন থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলশ্রুতিতে আসন্ন ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে পরিবর্তনের ছড়াছড়ি।

নতুন ৩মুখ সহ শামীম পাটোয়ারি ও রনি তালুকদারকে স্কোয়াডে ফিরিয়েছেন নির্বাচকরা। তবে, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে পরবর্তী

এক বছরের পরিকল্পনা তারা সাজিয়েছেন।বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন যাত্রা শুরু করতে আগামী এক বছর ২২ থেকে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করেছে

বোর্ড। এরই সুবাদে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তিন তরুণ তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা।এছাড়াও দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন

রনি। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেটিই এখনও পর্যন্ত তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। এছাড়াও

দলে ফেরানো হয়েছে আগ্রাসী ব্যাটসম্যান শামীমকে।এক বছরের পরিকল্পনার কথা জানিয়ে নান্নু বলেন, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েনন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের

বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে

পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে আগাব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু

করছি আমরা।’ রনির বয়স ৩২। তবে তার দলে ফেরার ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও বড় ভুমিকা রেখেছে। তাই নান্নু জানিয়েছেন, পারফরম্যান্স ও ফিটনেস ভালো থাকলেই

বয়সকে অনেকক্ষেত্রে বিবেচনা করা হবে না। তাই খেলোয়াড়দের প্রতি স্পষ্ট বার্তাই পৌঁছাতে চেয়েছেন তারা। নান্নু আরও বলেন, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা

খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এতোবেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’

‘তাই ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’

আরও যোগ করেন বিসিবির এই প্রধান নির্বাচক। রনি-শামীমদের ফেরালেও বিপিএলে ভালো করেও দলে জায়গা হয়নি নাসির হোসেনের। এই অলরাউন্ডারের ক্ষেত্রে ফিটনেসের উদাহরণ

টেনে নান্নু আরও বলেন, ‘অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক।

আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *