ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে শান্ত-মিরাজদের প্রশংসায় ভাসিয়ে ম্যাচ শেষে যা বললেন অধিনায়ক সাকিব আল হাসান

সিনিয়ররা যখন থাকবেন না, কে ধরবেন দলের হাল? এই প্রশ্ন উঠত হরহামেশাই। সেই প্রশ্নের উত্তর হয়ে হাজির মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত। শান্ত গোটা সিরিজ জুড়েই আছেন ফর্মে, মিরাজ একাদশে ফিরেই

দলকে এনে দিলেন জয়।জয়টা শুধু কি ম্যাচের? এই জয় যে সিরিজ জয়! তাও ঐতিহাসিক এক সাফল্য। ইংল্যান্ডের বিপক্ষে ২য় টি-টোয়েন্টি শেষে অধিনায়ক সাকিব আল হাসান প্রশংসার সাগরে ভাসালেন শান্ত ও মিরাজকে।

সাকিব বলেন, ‘এমন ট্রিকি ম্যাচে যেখানে বেশি রান হওয়ার নয়, তখন উইকেটে টিকে থাকা জরুরী। শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। মিরাজ আজ একাদশে এসে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলল। ওর ২০ রান অনেক ভূমিকা রেখেছে।

আর বোলাররা সবাই ভালো করেছে।’আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে থামে ইংল্যান্ড। এরপর বাংলাদেশের ইনিংস দেখে বোঝা গেছে, ইংলিশরা আরও ১০-১৫ রান বেশি করলেই খবর হয়ে যেত বাংলাদেশের। দারুণ ফিল্ডিংয়ে

বাঁচানো কয়েকটা রানও তাই রেখেছে বড় ভূমিকা।সব মিলিয়ে জয়টা যে দলীয় প্রচেষ্টার ফল, তা স্বীকার করতে ভুলনেনি সাকিব, ‘আমরা অনেক ভালো বল করেছি। কন্ডিশন বিচারে তাদের শুরুটা অনেক ভালো ছিল। আমরা স্নায়ু ধরে রেখেছিলাম। স্পিনার এনেছি ৬ ওভার পর। সব মিলিয়ে বলব দারুণ টিম এফোর্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *