ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন সালাউদ্দিন

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যাশা ছিল। কিন্তু দলীয় পারফরম্যান্সের অভাবে তাদের কাছে টাইগাররা ২-১ ব্যবধানে হেরে যায়।তবে সেই তুলনায় বাংলাদেশের টি-টোয়েন্টিতে প্রত্যাশা কমই ছিল।

সদ্য সমাপ্ত বিপিএলে বেশ কয়েকজনের পারফরম্যান্স অবশ্য আশা জাগানিয়া ছিল। ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও তার দেখা মিলল।যার মাধ্যমে এই সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন টাইগারভক্তরা। দেশীয় কোচ মোহাম্মদ

সালাউদ্দিনও মনে করছেন, বাংলাদেশের এই সিরিজ জেতা উচিত।গত বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় সাকিব আল হাসানের দল। এর মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট

ইতিহাসে এটি প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর ঘটনা। এই ধারা ধরে রেখে ইংলিশদের দূর্বলতা কাজে লাগানোর মাধ্যমে সিরিজ জয়েরই তাগিদ দিলেন কোচ সালাউদ্দিন।বাংলাদেশের দেশসেরা কোচ হিসেবেই পরিচিত সালাউদ্দিন। সাকিব

আল হাসান কিংবা তামিম ইকবাল যখনই নিজেদের খেলার মধ্যে অস্বস্তি বোধ করেন ছুটে যান সালাউদ্দিনের কাছে। শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানালেন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা।

সালাউদ্দিন বলছিলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সিরিজটা জেতা উচিত। কারণ ইংল্যান্ডের ব্যাটার কম (শর্টেজ) আছে। যত কথাই বলেন ইংল্যান্ড মাত্র ৪ জন জেনুইন ব্যাটার নিয়ে খেলছে। তাদের যেহেতু ব্যাটার কম রয়েছে,

সে কারণে এটা আমাদের ভালো সুযোগ। এই সুযোগে আমাদের সিরিজটা জেতা উচিত।’এদিকে প্রথম ম্যাচের জয় নিয়ে দেশসেরা এই কোচ বলেন, ‘বাংলাদেশ জিতেছে, আমি বলব খুবই ভালো ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের মতো দলের

সঙ্গে টি-টোয়েন্টিতে ম্যাচ জেতা অবশ্যই ভালো বিষয়।ছেলেরা ভয়হীন ক্রিকেট খেলেছে। ছেলেদের শটের রেঞ্জটা অনেক ভালো দেখতে পেয়েছি, এটা একটা ভালো দিক। বিপিএলে এবার ভালো উইকেট ছিল। সেখান থেকেই ওরা ভালো কনফিডেন্ট অর্জন করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *