




ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জেতায় অবাক হয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বিশেষ করে চট্টগ্রামের উইকেটে ম্যাচ জয় বেশি অবাক করেছে নাজমুলকে।
ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ দল সেটা সিরিজ





শুরু হওয়ার আগেই বাটলার তার দলের ক্রিকেটারদের জানিয়ে রেখেছিলেন। ঘরের মাঠে ওয়ানডেতে ভালো রেকর্ড থাকার স্বত্বেও বাংলাদেশকে থামিয়ে দিয়েছিল ইংল্যান্ড।ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অনেক দুর্বল বাংলাদেশ। অথচ নিজেদের





সবচেয়ে দুর্বল ফরম্যাটেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় পাওয়াটা চট্টিখানি কথা নয়। আর সেজন্যই টাইগারদের এমন পারফরম্যান্সে অবাক বিসিবি বস।“আত্মবিশ্বাস ছিল





যে তারা ভালো করবে কিন্তু এত তাড়াতাড়ি ভালো করবে এবং ইংল্যান্ডের সাথে জিতবে তাও টি-টোয়েন্টিতে… ম্যাচ জিততে পারি কিন্তু সিরিজ জিতব, সেটা ভাবিনি। সবচেয়ে বেশি অবাক হয়েছি চট্টগ্রামের ম্যাচ দেখে।”তবে বিসিবি বসকে





কেনো চট্টগ্রামের উইকেটে জয় বেশি অবাক করেছে সেটিও তিনি খোলাসা করেছেন। অবশ্য শেষ ওয়ানডে ম্যাচটিও হয়েছিল চট্টগ্রামে। সেটিও জিতেছিল বাংলাদেশ।“সাধারণত আমরা ঐ উইকেটে এর আগেও বেশ কয়েকটি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। কারণ আমাদের চেয়ে প্রতিপক্ষরা আরও ভালো খেলেছে। সেদিক দিয়ে অবাক হয়েছি।”