




টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ভীতি দীর্ঘদিনের। এই ফরম্যাটে থিতু হতে বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব কিছু ছাপিয়ে টি-টোয়েন্টিতে অবিস্মরণীয় জয় পেলাে বাংলাদেশ। চট্টগ্রামে টি-টোয়েন্টি





সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, নতুন এই দলটাকে সমর্থন করা উচিত সবার।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন,





‘এই দলটা হারুক জিতুক সবার উচিত তাদেরকে ব্যাক করা, তরুণদের নিয়ে এই টি-২০ দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ।’দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি বিপিএল





খেলেছেন মাশরাফি। বিপিএলে মাশরাফির অধীনে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি দলের নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়। এই দুই ক্রিকেটারই বিপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা বয়ে দেন। এছাড়া টি-টোয়েন্টি





দলে ডাক পান রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতানো আরেক ওপেনার ব্যাটার রনি তালুকদার। সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন শান্ত, হৃদয় এবং রনি সবাই।তরুণদের কম্বিনেশনে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক





মাশরাফির মনে করেন, নতুন করে গড়ে উঠা এই দলটার ভালো বা খারাপ সময়ে সমর্থন করা উচিত সবার। টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ দলের বিপক্ষে বড় জয়ে অভিনন্দন জানাতেও দেরি করেননি ম্যাশ। সে সাথে মাশরাফি চান, একসাথে আরো সময় নিয়ে খেলুক এই দলটি।