ইংল্যান্ডের বিরুদ্ধে ১ম ওয়ানডে ম্যাচের আগ মূহুর্তেই সাকিবকে সতর্ক করে দিলেন কোচ হাথুরুসিংহে

এখনকার ক্রিকেটে লম্বা বিশ্রামের ফুরসত নেই একেবারে। যদি সেটা হন র মতো ক্রিকেটার। বিপিএল থেকে সাকিবের ব্যস্ততার বিরামহীন যাত্রা।পিএসএল খেলতে গিয়েও সেখান থেকে

পারিবারিক কারণে ছুটে যান ইংল্যান্ডে। গতকাল সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ক্লান্তি উড়িয়ে নেমে পড়েন অনুশীলনে।গতকাল সকালে দেশে ফিরে দুপুরে অনুশীলনে নামেন সাকিব। ঠিক

সন্ধ্যায় আবার হাজির হন এক বাণিজ্যিক অনুষ্ঠানে। আর আগামীকাল সিরিজ শুরুর আগে আজ ঐচ্ছিক অনুশীলনেও ব্যাটে-বলে সমান ঘাম ঝরিয়েছেন সাকিব। নিজের সেরা ছন্দে

মাঠে নামতে সব রকম প্রচেষ্টা চালিয়েছেন টাইগার ক্রিকেটের শীর্ষ এই অলরাউন্ডার। সাকিবের ব্যস্ততার মধ্যেও মাঠের নিবেদনে কোনো ফাঁক দেখছেন না হেড কোচ হাথুরুসিংহে। তার মতে,

সাকিবকে সময় দেয়া উচিত নিজের মতো করে তৈরি হতে। কারণ সাকিব এমন একজন ক্রিকেটার যে নিজের পদক্ষেপ সম্পর্কে সবচেয়ে বেশি বুঝে। ক্রিকটীয় দিক থেকে সাকিবকে কড়া

তালিম দেওয়ার কিছু নেই বলে মানছেন লঙ্কান কোচ হাথুরু। সাংবাদিকদের চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এখানে অনেক ক্রিকেট খেলা হচ্ছে। ইংল্যান্ড দল মাত্র দুই দিন আগে এসেছে এবং

আপনাকে খেলতে হবে। এটি শিডিউলিংয়ের প্রকৃতি। সাকিবের পারিবারিক জরুরি অবস্থা ছিল, তাই সে দীর্ঘ ফ্লাইট থেকে ফিরেছে। সাকিব বলেছে সে ঠিকঠাক আছে। গতকাল এবং আজ

অনুশীলন করেছে। আমি মনে করি আপনাকে তাকে সমর্থন করতে হবে। কারণ সে অভিজ্ঞ। সে তার শরীরের অবস্থা জানে। আমার তাকে সময় দিতে হবে।’ইংল্যান্ডের বিপক্ষে সেরা নৈপুণ্যের

জন্য সাকিবের গুরুত্ব জানেন টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে সাধারণ একজন সমর্থকও। সবার চেয়ে বেশি জানেন সাকিব নিজে। দলের সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এই দায়িত্ববোধই সাকিবকে এগিয়ে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *