ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই বিশাল এক মাইলফলক স্পর্শ করতে চলেছে সাকিব আল হাসান

আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে

৩০০ উইকেটের মাইলফলোকের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২২৪ ম্যাচ খেলেছেন সাকিব

আল হাসান। যেখানে ২২১ ইনিংস ২৯৪ উইকেটে তুলে নিয়েছেন সাকিব। এর মধ্যে চার উইকেট তুলে নিয়েছেন ৯ বার এবং ৫ উইকেট তুলে নিয়েছেন চারবার। বাংলাদেশের প্রথম হলো বিশ্বের

১৪ তম ক্রিকেটার হিসেবে এই ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। এই

মুহূর্তে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রহক। সাকিবের পরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মাশরাফি বিন মোর্তোজা এবং তৃতীয় স্থানে

রয়েছেন আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ইনিংসে নিয়েছেন ২৬৯ উইকেট। এছাড়াও আব্দুর রাজ্জাক ১৫২ ইনিংসে নিয়েছেন ২০৭ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *