




ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের আজ (৪ মার্চ) শেষদিন। চমক হিসেবে সিসিডিএমে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে এলেন সাকিব আল হাসান। মোহামেডানের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার।





সাকিবের সিসিডিএম কার্যালয়ে আসাটা চমক কারণ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অনলাইনে দলবদল করার সুযোগ রাখা হয়েছিল।এর আগের দুই মৌসুমেও সাকিব মোহামেডানের হয়ে নাম লেখান। তবে গত আসরে আন্তর্জাতিক





ব্যস্ততায় লিগ পর্ব খেলতে পারেননি। অন্যদিকে সুপার লিগে উঠেনি মোহামেডান। ফলে শেষদিকে ফাঁকা সময়ে অনুমতি সাপেক্ষে খেলেছেন লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে।লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে কয়েকটি ম্যাচ খেললেও তাকে ধরে





রাখা সম্ভব হয়নি। এবার ঠিকই ফিরেছেন মোহামেডানেই। এবার অবশ্য গুঞ্জন ছিল সাকিব খেলতে পারেন আবাহনীর হয়ে। তবে সব গুঞ্জন উড়িয়ে সাদা-কালো শিবিরেই থাকছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।





এবারের ডিপিএল শুরু হচ্ছে ১৫ মার্চ। তার আগে দলবদল হচ্ছে ২ ও ৪ মার্চ। ২ মার্চ বেশ কয়েকটি দল নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। আজ শেষদিনে পুরোপুরি সম্পন্ন হবে বাকিদের কাজও।সাকিব সহ পঞ্চপান্ডবের বাকিরাও থাকছেন





পুরোনো ঠিকানায়। যেমন মাশরাফি বিন মর্তুজা খেলবেন লেজেন্ডস অব রুপগজের হয়ে, মাহমুদউল্লাহ রিয়াদ সাকিবের সাথে মোহামেডানে। তামিম ইকবাল থাকছেন প্রাইম ব্যাংকে, এবার অবশ্য তার সঙ্গী হচ্ছেন মুশফিকুর রহিম।