ইংল্যান্ড সিরিজে টানা ব্যর্থতায় আবারও হ্যাশট্যাগ ডিসকাউন্ট লিটনের তোলপাড় সোস্যাল মিডিয়া! ট্রলের শিকার ওপেনার

একটা সিরিজ কতটা খারাপ যেতে পারে সেটা লিটন কুমার দাসকে দেখলেই বোঝা যাবে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান একদিনের সিরিজে চরম বাজে সময় পার করছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।এক কথায় বলতে গেলে জস

বাটলারের দলের বিপক্ষে রীতিমতো ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছেন দিনাজপুরের ক্রিকেটার।সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তামিম

ইকবাল খানের দলের শুরুটা মোটেও ভালো হয়নি।সফরকারীদের বাঁহাতি পেস বোলার স্যাম কারানের করা ইনিংসের প্রথম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৩ বল খেলে ০ রানে ফেরেন ফেরেন লিটন দাস।২য় ম্যাচেও

গল্ডেন ডাক মেরে সাজ ঘরে ফেরেন লিটন।এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচেও নিজেকে হারিয়ে খুঁজেছেন লিটন।প্রথম ওয়ানডেতে ক্রিস ওকসের বলে লেগ বিফোরের

ফাঁদে পড়ে প্যাভিলিয়নে হাঁটেন। তার আগে ১৫ বলের মোকাবেলায় মাত্র ৭ রান করেন তিনি।টানা এই ব্যর্থতার পরই সোশ্যাল মিডিয়ায় লিটনকে নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ।লিটনের ক্যারিয়ার শুরুর দিকে অনে ট্রলের শিকার

হতে হয়েছিল সেই ট্রলের মুখেই পরলেন আবারও ওপেনার লিটন দাস।অনেকেই আবার তাকে ডিসকাউন্ট লিটন হিসেবেই দেখছেন। শহিদ নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারি লিখেছেন এক ম্যাচ খেলেই দাদা আমাদের কোঠায় জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *