




প্রথমবারের মতো ইংল্যান্ডকে সিরিজ পরাজয়ের পাশাপাশি হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের শূন্য হাতে বাড়ি পাঠাচ্ছে টাইগাররা। সদ্য সমাপ্ত এ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন





নাজমুল হোসেন শান্ত।প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৬* ও ৪৭* রানে। তিন ইনিংসে ১৪৪ রানে রান করে সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন জাতীয় দলের এই তরুণ





টপঅর্ডার ব্যাটনম্যান।চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১৫৭ রান তাড়ায় বাংলাদেশ ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় পায়। সেই ম্যাচে ৩০ বলে আটটি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে ম্যাচ সেরা হন শান্ত। এরপর মিরপুরে সিরিজের দ্বিতীয়





ম্যাচে ৪৭ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার আগে শান্ত করেন ৪৬ রান। মঙ্গলবার (১৪ মার্চ) হোয়াইটওয়াশ করার ম্যাচে ৩৬ বলে এক চার আর দুই ছক্কার সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত।