ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের জোড়া গোলে মঁপলিয়েরকে বড় ব্যবধানে পরাজিত করেছে






ক্রিস্টোফ গ্যালতিয়েএরের দল। রবিবার রাতে নিজেদের ঘরের মাঠে নেইমারের জোড়া গোলে ৫-২ গোলের ব্যবধানে সহজ জয় পেয়েছে পিএসজি। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে






ও রেনাতো সানচেজ; অন্যটি ছিল আত্মঘাতী। মঁপলিয়েরকে পাঁচ গোল দেওয়ার মাধ্যমে লিগ ওয়ানের প্রায় ৬১ বছর পর পুরোনো রেকর্ড মনে করিয়ে দিয়েছে পিএসজি। ১৯৬১-৬২ মৌসুমের লিগ






ওয়ানে প্রথম দুই ম্যাচে পাঁচটি করে গোল দিয়েছিল রেইমস। এবার ২০২২-২৩ মৌসুমে একই কীর্তি গড়লো প্যারিসিয়ানরা। গত রাতের ম্যাচে পিএসজির গোল হতে পারতো আরও বেশি। ম্যাচের ২৩তম






মিনিটে পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি এমবাপে। দুই মিনিট পর লিওনেল মেসির দারুণ ফ্রি-কিক অসাধারণ ক্ষিপ্রতায় ফেরায় মঁপলিয়ের গোলরক্ষক। শেষ পর্যন্ত ৩৯তম






মিনিটে ফালায়ে সাকোর আত্মঘাতী গোলে লিড পায় পিএসজি। বিরতিতে যাওয়ার আগে আবারও হ্যান্ডবল করে পিএসজিকে পেনাল্টি উপহার দেয় মঁপলিয়ে। এবার কোনো ভুল করেননি নেইমার।
সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫১তম মিনিটের সময় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটিও করেন নেইমার। মিনিট সাতেক পর এক গোল ফেরত দেন
ওয়াহবি খাজরি। তবে ৬৯তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে হালিপূরণের মাধ্যমে জয়ও প্রায় নিশ্চিত করে ফেলে পিএসজি। ম্যাচের ৮৭তম মিনিটে শেষ গোল করেন রেনাতো সানচেজ।
অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পরাজয়ের ব্যবধান কমান এনজো জিয়ান্নি।