ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মুশফিক

মুশফিকুর রহিম তার দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড তো আর কম করেননি। তবে আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতেই তিনি অন্যরকম এক রেকর্ডে নিজের নাম লেখালেন।মিরপুর শেরে বাংলায় এটা মুশফিকের

দেড়শতম আন্তর্জাতিক ম্যাচ। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এক ভেন্যুতে ১৫০ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।অবশ্য এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডে প্রথম চারজনই বাংলাদেশের। পাঁচ

নম্বরে থাকা জিম্বাবুয়ের সাবেক তারকা হ্যামিল্টন মাসাকাদজার হারারে স্পোর্টস ক্লাবে ১০১ ম্যাচ খেলেছেন।ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলায় আজ ২০০তম আন্তর্জাতিক ম্যাচ চলছে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা

স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। যাতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।মিরপুর স্টেডিয়ামের ডাবল সেঞ্চুরির দিনে বাংলাদেশ দলও সেঞ্চুরি করেছে। মানে, এই মাঠে শততম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ!

রেকর্ড আরও আছে।আজ বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। এখানেও মুশফিকুর রহিম শীর্ষে। তিনি আজ খেলছেন ক্যারিয়ারের ৪২৭তম ম্যাচ। এমন মাইলফলকের ম্যাচটি কি জিততে পারবে বাংলাদেশ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *