স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি জিততে শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিলো ২০ রান। প্রথম বলেই নো বল দিয়ে ইংলিশদের খেলায় ফেরার সুযোগ দিয়ে মস্ত বড় ভুল করে বসেছিলেন আগের দুই ওভারে ২২ রান হজম করা জেসন হোল্ডার।
তবে এরপর আর কোনো ভুল করেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার, উল্টো ৪ বলে ৪ উইকেট তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জিতিয়েছেন হোল্ডার।সোমবার ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসের প্রথম এবং সবমিলিয়ে বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘ডাবল হ্যাট্রিক’ তথা ৪ বলে ৪ উইকেট শিকারের কীর্তি গড়েছেন জেসন হোল্ডার। এমনকি ক্যারিবিয়ানদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বপ্রথম হ্যাট্রিক করা ক্রিকেটারও।
পাশাপাশি ৫ উইকেট নিয়ে গড়েছেন এই ফরম্যাটে নিজের সেরা বোলিংয়ের রেকর্ড।ডাবল হ্যাট্রিকের পাশাপাশি প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন জেসন হোল্ডার, ছবি – আইসিসি২০তম ওভারের প্রথম বলটা নো বল করলেও, ফ্রি হিট বলে কোনো রান দেননি হোল্ডার। এরপর টানা তিন বলে ক্রিস জর্ডান, স্যাম বিলিংস এবং আদিল রশিদকে সাজঘরে ফিরিয়ে হ্যাট্রিক পূরণ করেন উইন্ডিজ অলরাউন্ডার। অবশ্য সেখানেই থেমে থাকেননি হোল্ডার,
পরের বলে সাকিব মাহমুদকে আউট করে পূরণ করেন ডাবল হ্যাট্রিকও।এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বপ্রথম ডাবল হ্যাট্রিক করার কৃতিত্ব দেখিয়েছিলেন আফগানিস্তানের সুপারস্টার রশিদ খান। ২০১৮ সালে দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আফগান লেগি। পরের বছরই ২০১৯ সালে এই রেকর্ডে নাম লেখান শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।
ঘরের মাঠ পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাট্রিক করেন ইয়োর্কার কিং। আর হোল্ডারের আগে সবশেষ এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যামফার। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ডাবল হ্যাট্রিক করে ইতিহাস গড়েছেন তিনি।