





সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়েছেন দলটির সেরা তারকা নেইমার। যার ফলে ম্যাচ চলাকালেই তিনি মাঠ ছেড়ে চলে যান। পরবর্তীতে জানানো হয় তিনি সুইজারল্যান্ডের






বিপক্ষে ম্যাচ মিস করছেন। অনেক বিদেশী গণমাধ্যমের খবর গ্রুপ পর্বে আর নামতে দেখা যাবে না নেইমারকে। তাই তো নেইমার যাতে দ্রুতই সুস্থ হয়ে উঠেন তার জন্য প্রার্থনায় বসেছে ব্রাজিল






সমর্থকরা। কিন্তু এমন সময় নেইমারের সমালোচনায় মেতে উঠলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা কাকা। তার দাবি সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল খুবই ভালো ফুটবল খেলেছে তবে নেইমারকে মাঠ থেকে






তুলে নেয়ার পর।২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য বলেন, এই টুর্নামেন্ট নেইমারকে জ্বলে ওঠার মঞ্চ দিয়েছে এবং নিশ্চিতভাবেই সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে সেভাবে জ্বলে উঠতে






পারেনি সে। ইতিবাচক দিক হলো, সে মাঠ থেকে ওঠে যাওয়ার পর ব্রাজিল খুবই ভালো খেলেছে।উল্লেখ্য, সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে নেইমার মাঠ থেকে বেরিয়ে যান। পরে






গোড়ালির চারপাশে বরফ দিয়ে সাইড বেঞ্চে বসে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। নেইমারের মাঠ থেকে ওঠে যাওয়াটা কাকার কাছে অদ্ভুতই লেগেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমে






আমার কাছে গুরুতর ইনজুরি মনে হয়নি। তবে যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হলো আঘাত পেলেও নেইমার সবসময়ই খেলতে চায়। এবার সেটা করেনি। সে উঠে যেতে চেয়েছে। আমার কাছে






তা খুবই অদ্ভুত লেগেছে এবং টুর্নামেন্টের বাকি অংশে যা ব্রাজিলের উপর প্রভাব ফেলতে পারে।যদিও শেষ পর্যন্ত খকর গ্রুপ পর্ব থেকে একদমই ছিটকে গেছেন নেইমার। তবে তাকে নিয়ে আশা ছাড়ছেন






না কাকা, আমি আশা করি, পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে কারণ, তার খ্যাতির জন্য বিশ্বকাপ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।