চলতি বিপিএলের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেট পেয়ে অন্যরকম এক উদযাপন করতে দেখা যায় সিলেট সানরাইজার্সের স্পিনার নাজমুল ইসলাম অপুকে। এর আগে নাগিন উদযাপনের কারণে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন তিনি। এ কারণে ভক্তরা তাকে নাগিন অপু বলেও ডাকেন।
অপুর এই উদযাপনের দেখাদেখি ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলই নাগিন নাচে মেতেছিল। যা ক্রিকেট বিশ্বে আলোচিত হয়েছিল। এবার নতুন উদযাপন নিয়ে ভক্তদের সামনে হাজির হলেন অপু। বিপিএলের প্রথম ম্যাচেই উইকেট পেয়ে এই উদযাপন করতে দেখা যায় অপুকে।
সম্প্রতি ভারতের দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা প্রকাশ পেয়েছে। ছবিটি সুপারডুপার হিট হয়েছে। ছবিতে আল্লু অর্জুন ট্রেডমার্ক ভঙ্গি ছিল চোয়ালের নিচে বাম হাত দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া। তার এই ভঙ্গি রীতিমত ভক্তদের মন কেড়েছে।
এবার আল্লু অর্জুনের এই ভাবভঙ্গি নকল করেছেন অপু। কুমিল্লার উইকেট নিয়েই তিনি এমন উদযাপন করেন। অপুর এই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন অপু। ৪ ওভারে ১৭ রান দিয়েছেন তিনি। সেই সঙ্গে শিকার করেছেন ৩ উইকেট। দল হারলেও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।