উডের খাদ্যে পরিণত হলেন তামিম

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল। তবে দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে টাইগারদের। লিটন দাসের পর ব্যক্তিগত

২৩ রান করে ফিরলেন তামিম ইকবাল। মার্ক উডের করা বল সোজা আঘাত হানে তামিমের স্ট্যাম্পে। পাওয়ার প্লের শেষ ওভার আক্রমণে এসেই ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন উড।

এই পেসারের ১৪৭ কিলোমিটার গতির তৃতীয় বলটি হুট করে লাফিয়ে ভেতরে ঢোকে। তামিম যেন বুঝতেই পারলেন না বল। তার কনুইয়ে লেগে আঘাত হানে স্টাম্পে। চারটি চারে ৩২ বলে

২৩ রান করে ফেরেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার লিটন দাসকে আগেই হারায় বাংলাদেশ। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লেতে দুই উইকেট

হারালেও ভালোই রান করেছে স্বাগতিকরা। প্রথম ১০ ওভার শেষে তাদের রান ৫৪। উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *