ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে আটকে দিলো অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠে পেপ গার্দিওলার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে স্টিভেন জেরার্ডের দল।ইপিএলের এবারের মৌসুমে প্রথম ৫টি ম্যাচের চারটিতেই হেরেছিল অ্যাস্টন ভিলা। ৫ ম্যাচে হজম করেছিল ৯টি গোল। এই পারফর্মেন্স নিয়ে তারা খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে।






উড়তে থাকা হ্যালান্ড এই ম্যাচেও গোল পেয়েছেন। কিন্তু তার নৈপুণ্যে ভর করেও জিততে পারেনি ম্যান সিটি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে অন টার্গেটে কোন শটই নিতে পারেনি ম্যান সিটি। তবে বিরতির পর ৫০ মিনিটে হালান্ড গোল করে এগিয়ে দেন সিটিকে।৭৪ মিনিটে বেইলি গোল করে সমতায় ফেরান অ্যাস্টন ভিলাকে। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয়।