




ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ দলই আগামী দিনে হয়ে উঠবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধি- এমন আশা ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এজন্য বর্তমান দলটার প্রতি সবাইকে সমর্থন





জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলামের মতো ক্রিকেটারদের নেওয়া হয়েছে ইংল্যান্ড সিরিজের দলে। টি-টোয়েন্টিতে দলের সুদিন





ফেরাতে প্রথম ম্যাচে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, যার সুফল হিসেবে ধরা দিয়েছে জয়।ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়ের পর নিজের ফেসবুক পেইজে এক পোস্টে মাশরাফি লিখেছেন,





‘এই দলটা হারুক-জিতুক, সবারই উচিত তাদেরকে ব্যাক (সমর্থন) করা। তরুণদের নিয়ে এই টি-টোয়েন্টি দলটা কিছু দিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ।’এর আগে বাংলাদেশ অধিনায়ক





সাকিব আল হাসানও এই দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটা দারুণ এক শুরু। ২০২৪ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এখান থেকেই শুরু করতে চাই, বিশ্বকাপের আগে ভালো একটা দল





গড়তে চাই।’একনজরে ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াড (টি-২০)সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।