একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও আর্জেন্টিনা

অবশেষে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিচ্ছে ১২টি দেশ। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। একই গ্রুপে লড়বে স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনা।

এই টুর্নামেন্ট উপলক্ষে আজ ট্রফি উন্মোচন ও গ্রুপিং অনুষ্ঠিত হয়।গ্রুপ ‘এ’তে লড়বে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। গ্রুপ ‘বি’তে খেলবে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে

ও থাইল্যান্ড। গ্রুপে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা দুই চলে যাবে সেমিফাইনালে।এদিকে কাবাডি স্টেডিয়ামের মাঠ ছোট হওয়ায় পাশেই ভলিবল স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট। গত দুই আসরেই

শিরোপা জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার,’আমাদের প্রস্তুতি খুব ভালো। আশা করছি এবারও আমরা শিরোপা জিততে পারব।’গ্রুপ এ : বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড।

গ্রুপ বি : কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *