পাকিস্তান অধিনায়ক বাবর আজম বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন, শেষ কয়েক বছর ধরেই পারফর্ম করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। মাঠের এমন সব নজরকাড়া পারফর্ম্যান্সের কারণে পাকিস্তান তো বটেই, বিশ্ব ক্রিকেটে এখন
অনেক জনপ্রিয় এই পাক অধিনায়ক!তবে একদিনে বা রাতারাতি বাবর আজম হয়ে যাননি তিনি। এজন্য ছিল অনেক পরিশ্রম আর ত্যাগে। সম্প্রতি দেশের কিংবদন্তি ইনজামাম উল হককে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেটের শুরুর দিনগুলোর গল্প
বলেছেন। জানিয়েছেন, এত দূ,র আ,সতে ক,তটা চ্যা,লে,ঞ্জ তাকে জ,য় কর,তে হয়ে,ছে।বাবর যখন অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পান, সেই সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন ইনজামামের সঙ্গে। বাবর আজম বলেন, প্র্যাকটিসের জন্য তার স্পোর্টস সু
প্রয়োজন ছিল। কিন্তু চাচাতো ভাইদের কাছে চাইলেও তা পাননি।বাবর বলেন, ‘আমি আমার কা,জি,ন,কে বলেছিলাম জ,গা,র্স ধার দিতে, যদি তার কা,ছে থাকে। কিন্তু সে প্র,ত্যা,খ্যা,ন করে বলেছিল তার কাছে নেই।’তবে তার বেশ আ,গে,ই পাকিস্তান দলে
নাম লে,খা,ন বাব,রের তিন চা,চা,তো ভা,ই- কামরান আকমল, আদনান আকমল ও উমর আকমল। বাবর যদিও তাদের কা,রো নাম উ,ল্লে,খ ক,রে,ন,নি।তবে জিও নিউজের প্রতিবেদন, বাবর বলেছেন ওই ঘটনা তার মধ্যে
উপলব্ধির জন্ম দেয় যে তিনি আরো অনুগ্রহ আশা করতে পারেন না। বাবর বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই ক,থা বলা উ,চি,ত হয়নি। আমার জু,তা চা,ও,য়া উচিত হ,য়,নি।’
ওই ঘটনা তাকে নিজে থেকে সবকিছু অর্জন করতে শিখিয়েছে বলে জানান পাক অধিনায়ক। তা ভাষায়, ‘আমি সিদ্ধান্ত নেই যে, আমি যদি কিছু পেতে চাই, এটা আমাকেই উপার্জন করতে হবে।’
উল্লেখ্য, বাবর আজম এখন পাকিস্তানের তিন ফরমেটেরই অধিনায়ক। বাবার পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট, ৮৩টি ওয়ানডে ও ৭৩টি আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।