ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট। এই কথাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মাহমুদউল্লাহ রিয়াদের জন্যই। প্রথমে ব্যাট হাতে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ খেললেন ৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস। পরে বোলিংয়েও গুরুত্বপূর্ণ সময়ে ৩ ওভারে খরচ করেন মাত্র ১৭ রান। এই অলরাউন্ড নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানে হারিয়েছে ঢাকা, ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ নিজে।
দলের দুর্দান্ত এই জয়ে তিনটি মাইলফলক ছুঁয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথমে তিনি পেরিয়ে যান টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক। পরে পূরণ করেন বিপিএল ক্য্যারিয়ারের ২ হাজার রান এবং সবশেষ মাঠ ছাড়েন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে।
রিয়াদের আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানও পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। আজকের ইনিংসটি রিয়াদের বিপিএলে সেরা এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের যৌথভাবে সেরা ইনিংস।
বিপিএলে আজ মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিনিস্টার ঢাকার বিপক্ষে খেলতে নেমে টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮১ রান করে ঢাকা। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে অলআউট হয় কুমিল্লা। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরষ্কার পান ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। তার ৭০ রানের ইনিংসে আছে ৩টি চার ও ৪টি ছক্কার মার।