





এনজু ফার্নান্দেজ এবং জুলিয়ান আলভারেজ। তারা দুজনেই খেলত আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে। সেখান থেকে জুলিয়ান আলভারেজকে কিনে নেয় ম্যানসিটি এবং এনজু ফার্নান্দেজকে কিনে






নেয় বেনফিকা। তবে মাত্র ৬ মাসের ব্যবধানে এই দুই তারকার চাহিদা হয়ে যায় আকাশ সমান। দুজনেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যেহেতু আলভারেজ






ম্যানসিটির মত ক্লাবে আছে, তাই তাকে নিয়ে কোন রিউমারের সুযোগ নেই। তবে এনজু ফার্নান্দেজ যেহেতু বেনফিকাতে আছেন তাই তাকে কেনার জন্য চেষ্টা চালাচ্ছে অনেকগুলো ক্লাব।






চেলসি ৮৫ মিলিয়ন ইউরো পর্যন্ত অফার করেছিল এনজুর জন্য। কিন্তু বেনফিকা ১২০ মিলিয়নের কমে তাকে বিক্রি করতে রাজি হয়নি। সেই আলোচনা থমকে গেছে। আর এই সুযোগে ম্যানচেষ্টার






সিটির কোচ গার্দিওলা এনজুকে কেনার জন্য চেষ্টা করছে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গনমাধ্যমগুলো। আগামী সামারে এনজুকে কেনার জন্য চেষ্টা করার কথা জানিয়েছে গনমাধ্যমগুলো।